ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৭ই অগ্রহায়ণ ১৪৩২


দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার


২০ নভেম্বর ২০২৫ ১৪:৫৭

সংগৃহীত

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনতা দলের (ইউনাইটেড) সভাপতি নীতিশ কুমার।

 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে তিনি শপথগ্রহণ করেন।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

 

এর আগে, গতকাল বুধবার (১৯ নভেম্বর) পাটনা বিধানসভায় 'জাতীয় গণতান্ত্রিক জোট' (এনডিএ)-এর বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের বিধান পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয় জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতিশ কুমার।

 

গান্ধী ময়দানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জোটের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর নেতারা উপস্থিত ছিলেন।