বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদসহ বিপুল পরিমাণ মাদক জব্দ
বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় হরিজন পল্লীতে অভিযান চালিয়ে দেশি মদ, বাংলা মদ, গাঁজা, হেরোইন ও নেশা জাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে যৌথবাহিনী।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অভিযানে সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ওই এলাকার চার মাদক কারবারিসহ এই মাদকগুলো জব্দ করে।
এর কয়েক মাস আগেও ওই পল্লীসহ শহরের বেশ কয়েকটি হরিজন পল্লী থেকে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ মাদক জব্দ করেছিল যৌথবাহিনী।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ গণমাধ্যমকে জানান, কয়েকমাস আগের অভিযানের পরও এই মাদক বিক্রির এলাকাগুলো নজরদারিতে রেখেছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। জব্দ করা হয় কেরু কোম্পানি উৎপাদিত প্রায় ১৭৮ বোতল মদ, প্রায় ২২ লিটার স্থানীয়ভাবে উৎপাদিত বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, কিছু ইয়াবা, কয়েকশো পিস টাপেন্টাডোল ও ৩৫ গ্রাম হেরোইন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদক কারবারিরা এই এলাকা থেকে গোটা শহর এবং আশপাশের এলাকায় মাদকগুলো কেনাবেচা করতো। আবার অনেক মাদকসেবীও অবাধে এই পল্লীগতে ঢুকে মাদক কিনতো। এ সময়, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকাবে বলেও জানান এই কর্মকর্তা।
