নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেওয়া সাইদুল করিম এখন ইংল্যান্ডে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেওয়া সাইদুল করিম এখন বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, তিনি ইংল্যান্ডের বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছেন।
জানা যায়, ২০২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থনের সময় বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরা আন্দোলনরত ছাত্র–ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছেন এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছেন। এ ছাড়া সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ থাকায় ছাত্রলীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার। সে সময় ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলগুলোর সামনের সারিতে সাইদুল করিমকে দেখা গিয়েছিল।
ঢাকা মহানগর পুলিশ(ডিএমপির) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইদুলের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল। এ নিয়ে তদন্তও হয়েছিল, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই তিনি দেশ ছাড়েন।
সাইদুল করিমের রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আংগিয়াদী গ্রামে। তার বাবার নাম মো: বজলুল করিম বাবুল। সম্প্রতি একটি ভিডিও এসেছে গণমাধ্যমের হাতে। যেখানে দেখা যায় সাইদুলকে খুঁজতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ পুলিশ সদস্যরা তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে না পেয়ে বাসার আসবাবপত্র ভাঙচুর করে।
এদিকে সাইদুলের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠ একজন সাবেক ছাত্রলীগ নেতা জানিয়েছেন, “সাইদুল এখন ইংল্যান্ডে আছেন। তিনি নাকি পড়াশোনা ও কাজ দুটোই করছেন।”
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাথে যুক্ত সাবেক এক নেতা বলেন, “যারা সংগঠনের নাম ভাঙিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, তাদের কেউই এখন সংগঠনের সঙ্গে যুক্ত নয়।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।
