ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: সাদিক কায়েম


১৩ নভেম্বর ২০২৫ ০৮:৫২

সংগৃহীত

চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ। শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না এবং দলটিসহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে 'রান ফর জুলাই' কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

 

তিনি দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা খোঁজাখুঁজি করেছেন কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখতে পাননি।

 

ডাকসু ভিপি আরও বলেন, 'রান ফর জুলাই'-এর লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি এসেছে। তাই আবারও ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান তিনি।