ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


শেখ হাসিনার ফাঁসির দাবিতে বেরোবিতে বিক্ষোভ


১৩ নভেম্বর ২০২৫ ০৮:২৯

সংগৃহীত

শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক হয়ে পার্কের মোড়ে যায়। সেখান থেকে মিছিলটি আবু সাঈদ চত্বর ঘুরে প্রধান ফটকে এসে সমাবেশ করে।

 

এ সময়, শিক্ষার্থীরা 'শেখ হাসিনার ফাঁসি চাই', 'আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না'সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক সোহাগ শাহরিয়ার আহমেদসহ আরও অনেকে। 

 

বক্তারা বলেন, বুধবার রাত থেকেই বিশ্ববিদ্যালয় এলাকা পাহারা দেবে শিক্ষার্থীরা। যেখানেই লীগ পাওয়া যাবে সেখানেই গণধোলাই হবে। এ সময়, বক্তারা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান এবং আওয়ামী লীগের আগুন সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দেন।