ভৈরবে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
ভৈরব থানার ২১১ কেজি মাদকদ্রব্য গাঁজা মামলার এজাহারনামীয় পলাতক আসামী আশরাফ মিয়াকে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা। গতকাল রাত নয়টার সময় তাকে ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আশরাফুল পুকুরপাড় এলাকার বাসিন্দা।
র্যাব ক্যাম্পের অধিনায়ক লিখিত বক্তব্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার সময় পুকুরপাড় ও রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী আসরাফুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত এপ্রিল মাসের ৮ তারিখে ভৈরব থানায় ২১১ কেজি গাঁজা উদ্ধার মামলায় এজাহার নামিয় পলাতক আসামি ছিল। মামলা হওয়ার পর থেকে সে পলাতক আছে। তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আসরাফুলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, কিশোরগঞ্জ এ সোপর্দ করা হবে।
