ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২


ইসির সঙ্গে বৈঠকে জামায়াত


২৮ অক্টোবর ২০২৫ ১৪:০৪

সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়।

 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চার কমিশনার রয়েছেন। জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্ব সাত সদস্যের প্রতিনিধি দল। 

 

বৈঠকে উপস্থিত অন্য নেতারা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান,

 

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দীন।

 

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, নিবন্ধন এবং নির্বাচনি পরিবেশসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।