ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২


জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর


২৮ অক্টোবর ২০২৫ ১৪:০২

সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদে আদেশ জারির পর গণভোট ও ৯ মাসের মধ্যে আগামী সংসদকে সংবিধান সংশোধনের সুপারিশ করেছে কমিশন।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এ সুপারিশমালা হস্তান্তর করেন।

 

এর আগে, দুপুর ১২টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছান কমিশনের সদস্যরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করেন। এর ২ দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। তবে এখনও সই করেনি এনসিপিসহ কয়েকটি বাম দল। এ নিয়ে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।