রাষ্ট্রীয় খরচে মন্দির তৈরির দাবি যৌক্তিক: ধর্ম উপদেষ্টা

এ দেশ সব ধর্মের মানুষের- তাই রাষ্ট্রীয় খরচে মন্দির তৈরি করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম খালিদ হোসেন।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময়, রাষ্ট্রীয় খরচে এদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সমালোচনার জবাবে উপদেষ্টা বলেন, আমি রাষ্ট্রের প্রতিনিধি। তারা ঠিকমতো নির্ভয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে পূজা-পার্বণ, সাংস্কৃতিক উৎসব করতে পারছে কিনা এই দেখভাল করার দায়িত্ব আমার। আগের ধর্মমন্ত্রী গিয়েছেন কি না এই তর্কে যাবো না। আমাকে যেতে হবে। কারণ এটা সেক্যুলার রাষ্ট্র।
অপরদিকে, সেফ এক্সিট নিয়ে বলেন, এই দেশ আমাদের। এটাই আমাদের শেষ ঠিকানা। আমরা স্বাভাবিক এক্সিট চাচ্ছি। একটা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমার তো সেকেন্ড হোম নেই। দেশেও নিজের বাড়ি নেই, ভাড়া বাসায় থাকি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ। সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড.এস.এম ফরহাদ হোসেন, জেলা জামায়াত আমির আবদুল আলীম।
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটিতে বসবাসরত বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধি ও ধর্মীয় গুরুরা। পরে ধর্ম উপদেষ্টা রাঙ্গামাটির মনোঘর আবাসিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।