ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর


১২ অক্টোবর ২০২৫ ০৮:১২

সংগৃহীত

চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলশি থানা এলাকার জিইসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট ২.০ ফান এন্ড রক ফেস্টে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটিদের সাথে শুরু থেকেই বাগ্‌বিতণ্ডা চলছিল। এ সময়, হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এরপরই কনসার্টে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। পরে ভেন্যুর ভেতরের জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

 

যদিও এক পক্ষ দাবি করে, জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, বরং কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এসময় শরিফ নামে ১ জন গুলিবিদ্ধ এবং অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার সাথে জড়িত ১২-১৫ জনকে আটক করেছে পুলিশ।