ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


কুমিল্লাকে নিয়ে কটূক্তি, নোয়াখালীগামী বাস আটকে রাখে স্থানীয়রা


১২ অক্টোবর ২০২৫ ০৮:১১

সংগৃহীত

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় আন্দোলন শেষে নোয়াখালী ফেরার পথে পদুয়ার বাজার এলাকায় কুমিল্লাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ায় আন্দোলনকারীদের বাস আটকে রাখে স্থানীয় জনতা।

 

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের মধ্যস্থতায় প্রায় ২০ মিনিট পরে ছেড়ে দেয়া হয় বাসটিকে।

 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. সেলিম জানান, তিনি আরও জানান, কুমিল্লা বিভাগ নিয়ে কটূক্তি করে স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং স্থানীয়রা বাসটিকে আটকে রাখে। এ সময় বেশকিছু যাত্রীবাহী যানবাহন আটকে যায়।

 

খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে। এরপর ছেড়ে দেয়া হয় নোয়াখালীগামী বাসটিকে। এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।