মা ইলিশ সংরক্ষণ অভিযান: মাছ এতিমখানায়, নৌকা নিলামে বিক্রি

মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দের পাশাপাশি একটি মাছ ধরা নৌকা আটক করে নিলামে বিক্রি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে ৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছের পাশাপাশি গোয়ালন্দের কলাবাগান এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা আটক করা হয়েছে। এ সময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জনসম্মুখে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নৌকাটি নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করেন। এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও মাছ এতিমখানায় দেয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে ধারাবাহিকভাবে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।