রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নিয়ে গবেষণায় এ স্বীকৃতি মিলেছে।
আজ বুধবার (৮ অক্টোবর) তাদের নোবেল পুরস্কারে ভূষিত করেছে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স।
কর্তৃপক্ষ জানায়, ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। তারা এমন এক বিশাল আণবিক কাঠামো আবিষ্কার করেছেন যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে।
কিতাগাওয়া জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। বাকি দু’জনের মধ্যে রবসন ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং ইয়াঘি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় কর্মরত আছেন।
এখন পর্যন্ত রসায়নে ১১৬ বার নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ।