আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে কিশোর আহত

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে নাঈম (১৩) নামে এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকা–চট্টগ্রাম রেলপথের আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে প্রবেশ করার আগে নাঈম ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কিছু বুঝে ওঠার আগেই দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশে ছিটকে পড়ে আহত হন।
পরে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সজীব দেবনাথ জানান, আহত কিশোরের মাথা ও শরীরে জখমের চিহ্ন রয়েছে। তার মাথায় ৪টি সেলাই দেয়া হয়। তবে বড় ধরনের কোন আঘাত না থাকায় সে শঙ্কামুক্ত। সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরার দরজা থেকে ছিটকে পড়ে ছেলেটি আহত হয়েছে। তার বাড়ি শেরপুর জেলায়।