বেনাপোলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকুরী প্রত্যাশী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

যশোর জেলার শার্শা উপজেলায় আজ সকাল ৯টা ৩০ মিনিটে বেনাপোল বাজারস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকিং সেক্টরে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে। বক্তারা এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান।
তাঁরা আরও বলেন, ব্যাংকিং সেক্টরের বিশেষ কিছু অঞ্চলে একচ্ছত্র আধিপত্য সৃষ্টি করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এই বৈষম্যমূলক প্রথা বন্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা দাবি জানান।
কর্মসূচিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তাদের এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত ব্যাংকিং সেক্টরে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত হয় এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাই করা হয়।