ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে সংঘটিত অগভীর ভূমিকম্পের পর ৩ লাখ ৬৬ হাজার জন অধ্যুষিত শহরের কর্মচারীরা অফিস ভবন থেকে বেরিয়ে আসেন।
রাজ্যের ভূকম্পবিদরা প্রাকৃতিক এই দুর্যোগটিতে ক্ষতির আশঙ্কা করছেন। ওই এলাকায় লাখ লাখ মানুষ বসবাস করে বলেও জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা টেলিফোনে জানিয়েছেন, মধ্য ফিলিপাইনে এক ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যুর ১০ দিন পর এ ভূমিকম্পটি ঘটে।