ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


কক্সবাজারে পাহাড় ধসে নিহত ২


১১ জুলাই ২০২৪ ১২:৫৪

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে পাহাড় ধসে শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসান (১০) ও নূর জাহান (২৭)।

 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর গেছে।

 

 এদিকে, ঘটনার পর পাহাড় ধস এলাকা পরিদর্শন করেছে কক্সবাজার ফায়ার সার্ভিস।