ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


বড়দিন উপলক্ষ্যে আমাদের কাছে সুনির্দিষ্ট থ্রেট নেই: আইজিপি


২৫ ডিসেম্বর ২০২২ ০৮:০৬

বড়দিন উপলক্ষ্যে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছুর সুনির্দিষ্ট তথ্য নাই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল সেন্ট ম্যারি’স ক্যাথেড্রাল চার্চে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি আছে।

সম্প্রতি দুই জঙ্গির পলায়নের পর আইনশৃঙ্খলা বাহিনীর আত্মতুষ্টির সুযোগ নেই বলেও এ সময় উল্লেখ করেন আইজিপি।

তিনি আরও বলেন, দুই জঙ্গি পালানো একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আইকে