ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


দশমবারের মতো আ.লীগ সভাপতি শেখ হাসিনা


২৫ ডিসেম্বর ২০২২ ০৬:৫৬

দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাকে সভাপতি নির্বাচিত করেন সারাদেশের প্রতিনিধিরা।

বিকল্প কোনো নাম প্রস্তাব না থাকায় এবারও শেখ হাসিনা সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এরপর নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসতে আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে গিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফের দায়িত্ব বুঝে নেন শেখ হাসিনা।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। দলে এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

আইকে