আওয়ামী লীগের প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে: কাদের

আওয়ামী লীগের প্রতি তরুণ ও নারীদের আকর্ষণ বেড়েছে বরে জানিয়েছেন য়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ তার স্বকীয় ধারায় এগিয়ে যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের প্রতি তরুণ ও নারীদের আকর্ষণ বেড়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, আমি আমার এলাকায় দশজন মহিলা পাবলিক মিটিংয়ে দেখিনি, এখন শতশত। এটা সারা বাংলাদেশে। তরুণদের এখন স্মার্ট বাংলাদেশের প্রতি আকর্ষণ, তরুণরা ডিজিটাল বাংলাদেশ গ্রহণ করেছে।
এ সময় দ্বিতীয় মেয়াদের শেষ দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দায়িত্ব বদলালেও এই দলেই আছি, দলের জন্যই কাজই করবো।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইকে