জঙ্গি ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: র্যাব ডিজি

ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
তিনি বলেন, আদালত পাড়া থেকে জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায়। তবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, রাজনৈতিক অপশক্তি রুখতে আমরা বদ্ধপরিকর। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে আগতদের।
তিনি আরও বলেন, সম্মেলন ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লোকজনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মেলন নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনাও আমরা ঢেলে সাজিয়েছি। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে।
আইকে