ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


আওয়ামী লীগ কখনও দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি : প্রধানমন্ত্রী


২৩ ডিসেম্বর ২০২২ ০৯:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কখনও দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের সভায় দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

২২তম জাতীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই দলীয় প্রধানের শেষ বৈঠক।

তিনি বলেন, বিএনপির আমলে দুর্নীতিই ছিল নীতি। এছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস লুটপাট মিলে দেশে আরেকটি কালো অধ্যায় শুরু হয়। বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতাই ছিল অগণতান্ত্রিক, অবৈধ উপায়ে।

আইকে