ভারতের সাথে সম্পর্ক চমৎকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নতি হচ্ছে: ওবায়দুল কাদের

ভারতের সাথে সুসম্পর্ক আছে; যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক উন্নত হচ্ছে। ২২ তম জাতীয় সম্মেলন সামনে রেখে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের দুই মেয়াদে দল সাংগঠনিকভাবে সফল বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের সম্মেলনের ঠিক আগ মুহূর্তে বুধবার কয়েকটি গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খোলামেলা নানা কথায় উঠে আসে সম্মেলনের প্রস্তুতি, তৃণমূলে সংগঠনের অবস্থাসহ সার্বিক বিষয়।
ওবায়দুল কাদের জানান, তার চলতি মেয়াদে ৭৫ শতাংশ কমিটি হয়েছে। আর দলের ২২তম সম্মেলন সাদামাটা হলেও স্মরণকালের রেকর্ড উপস্থিতি হবে ২৪ ডিসেম্বর।
আইকে