ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার আরও বাড়াতে হবে : প্রধানমন্ত্রী


২০ ডিসেম্বর ২০২২ ০৫:৫৩

কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কৃষি নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিতে বলেছেন তিনি।

তিনি বলেন, কৃষি এখন শুধু খেয়ে পড়ে বাঁচার বিষয় নয়, এটি এখন অর্থকড়িরও বিষয়।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৯৮ ভাগ ভোজ্য তেল আমদানি করতে হয় জানিয়ে অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, পরমুখাপেক্ষী না হয়ে গবেষণার মাধ্যমে কিছু ভোজ্যতেল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। এ সময় বিশ্বমন্দা কাটিয়ে উঠতে সবাইকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইকে