জানাজা শেষে মিরপুরের পথে আকবর আলি খানের মরদেহ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রীপরিষদ সচিব ও বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা গুলশান কেন্দ্রীয় (আজাদ) মসজিদে অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুমা তার নামাজের জানাজা পড়ান মসজিদের খতিব মাওলানা আহমদুল হাসান।
জানাজা শেষে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন।
জানাজা শেষে মিরপুরের পথে আকবর আলি খানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে আকবর আলি খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।