ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


ধানের শীষ এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: দুলু


১৫ নভেম্বর ২০২৫ ২০:৩৩

সংগৃহীত

এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। তাই এই প্রতীকে ভোট দেয়ার জন্য মানুষ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের পন্ডিতগ্রামে সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে শেখ হাসিনা নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তাদের একটাই উদ্দেশ্য। আর তা হলো- বিএনপিকে রুখে দিতে হবে। এজন্য প্রয়োজন হলে আওয়ামী লীগ পাকিস্তান ও জামায়াতের সাথেও হাত মেলাবে। এ সময়, তাদের সব অপতৎপরতা রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। 

 

সম্মেলনে জেলা ও স্থানীয় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।