ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


ভারতের দালালি করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না: মাহমুদুর রহমান


১৫ নভেম্বর ২০২৫ ২০:৩২

সংগৃহীত

ভারতের দালালি করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন।

 

আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ভারতের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বা যে দল ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে। 

 

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে উল্লেখ করে বলেন, দিল্লি থেকে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকারই নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে, আপনারা কারচুপি করবেন না। 

 

মাহমুদুর রহমান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদেরকে কেউ ‘ইগনোর’ করতে পারবে না।

 

জুলাই জেনারেশনের উদ্দেশে বলেন, কোনো পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী হবে না, যদি না কালচারাল স্ট্রাগলে বিজয়ী হতে পারি। হিন্দুত্ববাদী সিস্টেম আমাদের বাঙালি মুসলমানের ইতিহাস ও ঐতিহ্য শিখতে দেয়নি। ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বইপুস্তক লিখেছি। সেখানে বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য স্থান পায়নি। লেখাপড়ায় বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য তুলে আনতে পারলে সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।