শান্তিপূর্ণ ভোট করতে দলগুলোর প্রতি আহ্বান আখতারের
গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখান করবে, জনগণ তাদের প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এনসিপির কৃষিবিদ উইংয়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন অতিদ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।
আখতার হোসেন আরও বলেন, গণভোটের ফলাফল বাধ্যতামূলক হিসেবে মানতে অস্বীকৃতি জানানো মানে জনগণের রায়কেই প্রত্যাখান করা। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে রাষ্ট্রপরিচালনা অভ্যুত্থানের পরও শঙ্কা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
