ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

হুমায়ুনের জন্মদিনে নেত্রকোনায় হিমুদের আনন্দ র‌্যালি


১৩ নভেম্বর ২০১৮ ২৩:১২

নেত্রকোনায় নন্দিত কথা সাহিত্যিক, লেখক, পরিচালক ড. হুমায়ুন আহমেদের ৭০ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে নেত্রকোনা হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের সাতপাই এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের মোক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

এসময় র‍্যালীতে প্রখ্যাত প্রাবন্ধিক লেখক অধ্যাপক যতীন সরকার, প্রেসক্লাব সম্পাদক সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগমসহ হিমু পাঠক আড্ডার সকল ভক্তরা অংশ নেয়। পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে জন্মদিনের কেক কাটেন অধ্যাপক যতীন সরকার ও হিমু পাঠক আড্ডার সদস্যরা।

এদিকে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এদিকে হুমায়ুন আহমেদের জন্মস্থান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের তাঁর প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এমএ