বাসি স্মৃতি
সে দিন হয়েছে বাসি
যে দিন তুমি ছিলে অসহায়,
আমরা ছিলাম সাথি।
মানুষটি তোমার মরিতেছে
ধুঁকে হাসপাতালের বেডে
কোন স্বার্থ ভাবিনি ওরা
দেবদুত সেজেঁ থেকেছে নিশি-দিন
সেদিন তোমার পাশে।
সূর্য ঘোরে নিজ অক্ষপথে
পৃথিবী তার পাশে।
সেই স্মৃতিগুলো বিমধুর হলো
কোন সে বলিদানে।
মনে পড়ে বন্ধু,
সেই দেহখানি নিজের কাঁধে তুলে
বয়েছি কত খানি
সেই সোনামুখ দিয়েছি মিশিয়ে
নিজের হাতে মাটি।
লুটেরা আজ জুটেছে পাশে
শোন মোর সোনা মা মনি
মিথ্যার আভারণে বন্দি তুমি
খুলে দেখ চোখ খানি।
শোন, শোন মোর কথা
হে শুভ্র হৃদয় কুমারী
আবেগের বশে, অল্প বয়স দোষে
দৃষ্টি তোমার হয়েছে বন্দি।
অসত্য প্রসংসার গুণে
আবেগি হয়েছো,
ভাবনি তুমি পিতৃসম্মান টুকু ।
তোমাকে আবার বাধতে হবে
নতুন গানের সুর
ভেঙ্গে ফেলো আবেগের পেয়ালা
ভেঙ্গে ফেলো যত ভুল।
ছুড়ে ফেলো ওই মিথ্যা আর
সকল চাটুরিকতা...
ভুলে গিয়ে সব বাসি স্মৃতি
নতুন প্রদ্বীপ জ্বালো ।