ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১

আর্ট ক্যাফেতে ‘রিওয়াইল্ডিং বাংলাদেশ’


২০ জুলাই ২০১৯ ২০:২৯

ছবি সংগৃহিত

আর্ট ক্যাফেতে (৬০ গুলশান এভিনিউ, গুলশান-১) শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘রিওয়াইল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) উদ্যোগে এই প্রদর্শনীতে ৬০টির মতো আলোকচিত্র স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের অনেক দুর্লভ বণ্যপ্রাণী। যেগুলো এখন বিলুপ্ত প্রায় বলা চলে। স্থান পেয়েছে অনাবিষ্কৃত পার্বত্য অঞ্চলের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য।

সিসিএ’র অন্যতম উদ্যোক্তা ও বন্যপ্রাণী গবেষক শাহরিয়ার সিজার রলেন, ‘আমাদের এই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে বন্যপ্রাণী সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরি করা। আমরা যে ফিলিংস পেয়েছি সেই ফিলিংস আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতেই এ প্রয়াস।’