ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কারাগারে কিশোর


২৮ এপ্রিল ২০১৯ ০৬:৫৯

শেরপুরের নকলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক আতিকুর রহমান রানাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে শেরপুর জেলা আদালতে প্রেরণ করে।

এ ঘটনায় ধর্ষীতার দাদা মোক্তার হোসেন বাদী হয়ে নকলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই প্রধান আসামি ধর্ষক আতিকুর রহমান রানাকে গ্রেফতার করে। ধর্ষীতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ধর্ষক আতিকুর রহমান রানা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং ধর্ষিতা একই এলাকার ও বালিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। ধর্ষক রানা ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে। ফলে সে অন্তত ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে।

পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার দাদা বাদী হয়ে নকলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই ধর্ষক আতিকুর রহমান রানাকে গ্রেফতার করে শনিবার দুপুরের দিকে আদালতে প্রেরন করেন। অভিযোগ, গ্রেফতার ও আদালতে প্রেরনের বিষয় নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ নিশ্চিত করেছেন।