ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


হজ প্যাকেজের দাম বৃদ্ধির কারণ জানালো ধর্ম মন্ত্রণালয়


১৫ মার্চ ২০২৩ ১৯:২৮

ডলারের দাম, বিমান ভাড়া, বাসা ভাড়া ও মোয়াল্লেম ফি বৃদ্ধি পাওয়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ নিয়ে শুনানি হবার কথা রয়েছে।

এর আগে হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, তা অমানবিক ও অযৌক্তিক বলে গতকাল মঙ্গলবার মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে। কিন্তু বাংলাদেশে তা নেই।

উল্লেখ্য, গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান।

আইকে