ভার্চুয়াল কোর্ট: প্রসিডিং রুলস ফুলকোর্ট সভায় অনুমোদন

করোনাকালীন সময়ে উচ্চ আদালতে ভার্চুয়াল কোর্ট পরিচালনা সংক্রান্ত রুলস অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। একইসঙ্গে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে কোনো সমস্যার সম্মুখীন হলে তা সমাধানের জন্য নির্দেশনা জারি করতে প্রধান বিচারপতিকে একক ক্ষমতা দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি ফুলকোর্ট সভায় অংশগ্রহণ করেন।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারপতি বেশি সংখ্যক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গঠনের প্রস্তাব ও দ্রুত ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন।
সূত্র জানায়, ‘সভায় প্রধান বিচারপতি বলেন, যতদ্রুত সম্ভব ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হবে। সম্ভব হলে সোমবার (১১ মে) থেকেই ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করার কথা বলেন, প্রধান বিচারপতি।’
ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট কীভাবে পরিচালিত হবে, আইনজীবীরা কীভাকে মামলা ফাইল করবেন, কোথায় ডকুমেন্ট আপলোড করা হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে শনিবার (০৯ মে) আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ফলে ভিডিও কনফারেন্সসহ ভার্চুয়াল আদালত পরিচালনার পথ খুলে যায়।