আবারো ১৫ দিনের রিমান্ডে পাপিয়া

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে পৃথক তিন মামলায় প্রত্যেকের ফের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ মার্চ) পাপিয়া ও তার স্বামীকে আদালতে হাজির করে বিমানবন্দর থানার একটি ও শেরে বাংলা নগর থানার দুটি মামলায় ফের এক মাসের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার দুজন পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এই তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে উপস্থিত করে আবার ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সে সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান রুপি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার উপরে।
এরপর ওয়েস্টিনের প্রেসিডেনশিয়াল স্যুইট এবং ইন্দিরা রোডে পাপিয়াদের দুটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট ও কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করার কথা জানায় র্যাব।