ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


স্ত্রী-সন্তানকে হত্যা: স্বামীকে মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুরীকে যাবজ্জীবন


৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৩

পারিবারিক কলহের জেরে স্ত্রী মাজেদা বেগম ও ছয় মাসের পুত্র সন্তান রিদোয়ান আহম্মেদকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও শ্বশুর-শাশুড়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হোসেন এই রায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ মাজেদা বেগম ও ছয় মাসের পুত্র সন্তান রিদোয়ান আহম্মেদকে শ্বশুর-শ্বাশুরীর সহযোগীতায় শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ছাবের আলী।

রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামী ছাবের আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডবিধি ৩৪ ধারায় সহযোগীতার দায়ে শ্বশুর মোঃ মাহবুব আলী ও শ্বাশুরী রেনু আরা বেগমকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই মামলার অপর আসামী শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দেয় আদালত। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও নিহতদের স্বজনরা।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন কবির রায়ে অসন্তোষ জানিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে দাবি করেন। রায়ের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপীলে যাবেন বলেও জানান তিনি।

নতুনসময়/আইকে