গাজা-লেবাননে 'তোমার মনে যা চায়, করো': নেতানিয়াহুকে ট্রাম্প

গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপগুলোর পক্ষে সমর্থন প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, গাজা ও লেবাননে আপনার যা করতে মনে চায়, করুন।
চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প এ কথা বলেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তবে নেতানিয়াহু এক উপদেষ্টার কাছে এই টেলিফোন আলাপের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এদিকে, ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের ‘সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।
জানা গেছে, ১৪০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ২০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীও। তারা জানিয়েছে, রাজধানী তেহরানসহ খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অসম যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের ৭৬৫ সেনা নিহত হয়েছে এবং ৫ হাজার ৮৭ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত বছর হামাসের আক্রমণের জবাবে, ইসরায়েল গাজায় একটি কঠোর সামরিক অভিযান চালিয়েছে যার ফলে প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে লক্ষাধিক।
গাজার এই সংঘর্ষ ইসরায়েলের আরেক প্রতিবেশী লেবাননেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬০০ এর বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ২০০ এরও বেশি মানুষ আহত হয়েছে।