ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


মন্ত্রীর বুকে পুলিশের গুলি, অবস্থা আশঙ্কাজনক


৩০ জানুয়ারী ২০২৩ ০৪:৩২

ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে দেশটির এক সহকারী পুলিশ-পরিদর্শক স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নবকিশোর এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মন্ত্রী গুরুত্বর আহত হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে স্বাস্থ্যমন্ত্রীকে কেন ওই পুলিশের কর্মকর্তা গুলি করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলেও প্রতিবেদনে বলা হয়।

আইকে