ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রাজীব গান্ধী হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ আসামির মুক্তি


১২ নভেম্বর ২০২২ ০৯:০৭

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্যীহরণসহ ছয় আসামিকে মুক্তি দিয়েছেন দেশটির আদালত। ৩০ বছরেরও বেশি সময় ধরে তারা জেল খেটেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বি ভি নাগারথনারের বেঞ্চ এই আদেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন- নলিনী শ্রীহরন, সান্থান, মুরুগান, রবার্ট পায়াস, রবিচন্দ্রন ও এ জি পেরারিভালান।

সুপ্রিম কোর্ট তাদের মুকিাতর নিদের্শে বরেছে, জেলে থাকার সময়ে বন্দিদের আচরণ ‘সন্তোষজনক’ ছিল। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে মুক্তি দেওয়া হোক।

এদিকে সুপ্রিম কোর্টের এই আদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, ১৯৯১ সালে ২১ মে শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ‘লিবারেশন টাইগার্স অব তামিল ইলম’ (এলটিটিই) এর ধানু নামের এক সদস্য তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেন। এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে এ জি পেরারিভালানকে গত মে মাসে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট।