ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু


১২ নভেম্বর ২০২২ ০৩:২৪

বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু।

দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণের সিদ্ধান্ত দেয়ায় কংগ্রেসের ওপর ক্ষুব্ধ বামপন্থী নেতার সমর্থকরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় অবস্থান নেন হাজারও মানুষ। শ্রমিক ইউনিয়ন, বামপন্থী দল এবং সংস্থাগুলোর আয়োজনে ‘লিমা ক্যাপচার’ নামের এই আন্দোলন চলছে।

এ সময় পার্লামেন্ট ভবন ঘেরাও করেন তারা। বিরোধী দলের নিয়ন্ত্রণে পরিচালিত কংগ্রেসের কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান বিক্ষোভকারীরা। আন্দোলনে পুলিশকে লক্ষ্য করে লাঠি-পাথর নিক্ষেপ করলে প্রতিরোধে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী।