ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় ৪ নারীসহ নিহত অন্তত ৯


১১ নভেম্বর ২০২২ ২৩:৩৫

মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে মাদক চোরাকারবারীদের মধ্যকার গোলাগুলিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন। এ সংঘাতে আরও দু’জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন জানায়, বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৯টা নাগাদ স্থানীয় একটি বারে ঢোকে সেখানে বসে থাকা মানুষজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীদের দল। অপরপক্ষ থেকেও এসময় পাল্টা জবাবে গুলি চালানো হয়। তাতে, ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন পুরুষ ও চার নারী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। হামলাকারীদের পরিচয় বা তাদের সম্পর্কিত কোনো তথ্য এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, এ শিল্প নগরীতে গত কয়েক বছর ধরেই সক্রিয় কুখ্যাত মাদক চোরাকারবারীরা। গেলো মাসেও, দুটি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জন।