রাজা চার্লস ও ক্যামিলাকে ডিম নিক্ষেপ, আটক ১

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্ক শহরে রাজা চার্লসের সফরের সময় এই ঘটনা ঘটে । ইতোমধ্যে এই ঘটনায় এক ব্যক্তিতে আটক করা হয়েছে।
জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ইয়র্ক শহরে যান তারা। সেখানে স্থানীয় নেতারা রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাচ্ছিলেন।
এ সময় এক ব্যক্তি রাজা চার্লস ও ক্যামিলাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোড়ে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, তাদের লক্ষ্য করে তিনটি ডিম ছোড়া হয়েছে।
এদিকে, বিবিসি বলছে ডিম ছোড়া হয়েছে পাঁচটি।
তবে চার্লস ও ক্যামিলার গায়ে ডিমগুলোর একটিও লাগেনি।
অভিযুক্ত আটক ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বয়স ২৩ বছর।
খবরে বলা হয়, চার্লস ও ক্যামিলাকে স্বাগত জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় জমে যায়। সেই সময় ডিম ছোড়ার ঘটনায় ওই ব্যক্তিকে ঠেকায় পুলিশ। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে বলেন, এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।