ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


নেপালে ভূমিকম্প, ৬ জনের মৃত্যু


৯ নভেম্বর ২০২২ ২৩:৩২

নেপালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এত আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এছাড়া, ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

বার্তা সংস্থা এএনআই এর এক খবরে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৭ মিনিটে প্রথমে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। পরে রাত ২টা ১২ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় পুলিশ জানায়, ভূমিকম্পে অনেক বাড়িঘর বিধস্ত হয়েছে।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) এর তথ‌্যানুযায়ী, দেশটির পশ্চিম অঞ্চলে ভূমিকম্প হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর।