ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


তানজানিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে প্রাণহানি ১৯ আরোহীর


৮ নভেম্বর ২০২২ ০৩:৪০

আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ১৯ আরোহী।

রোববার (৬ নভেম্বর) আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

পরিবহন প্রতিষ্ঠান প্রিসিশান এয়ারের তথ্য অনুসারে, ৪৩ জন আরোহী নিয়ে দার-উস-সালাম শহর থেকে বুকোবা এয়ারপোর্টে রওনা হওয়ায় বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে বিমানটি ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়। অবশ্য পানির উচ্চতা খুব বেশি না হওয়ায় বেশিরভাগ আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে । প্রাণে বেঁচে গেছেন দুই পাইলটও।

তাদের বক্তব্য, ঝড়ো আবহাওয়ার কারণে তারা বিমানের ওপর নিয়ন্ত্রণ হারান। রানওয়েতে নামার চেষ্টা করলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন। ১৯৯৩ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ রুটে চলছে এআরটি ফোরটি টু সিরিজের বিমানটি।