ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই ফের শুরু হবে লংমার্চ : ইমরান খান


৭ নভেম্বর ২০২২ ১০:১৮

পুনরায় লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, ‘ওয়াজিরাবাদের যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লংমার্চ শুরু হবে।’ খবর জিও টিভির।

আজ রবিবার এমনটাই জানিয়েছেন পিটিআই প্রধান।

ইমরান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়াজিরাবাদে যেখানে আমাকে ও আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, যেখানে মোয়াজ্জেম নিহত হয়েছেন- সেই একই জায়গা থেকে মঙ্গলবার পুনরায় আমাদের লংমার্চ শুরু হবে।

তিনি আরও বলেন, ‘আমি ওয়াজিরাবাদ থেকেেই (লাহোরে) এই লংমার্চের ভাষণ দেব এবং আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে আমাদের লংমার্চ রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে। লংমার্চ সেখানে পৌঁছানোর পরে আমি তাতে যোগ দেব এবং নিজেই নেতৃত্ব দেব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লাহোরের কাছে পিটিআই প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে- যাতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে দেশটিজুড়ে ব্যাপক বিক্ষোভ করছেন পিটিআই নেতাকর্মীরা।