ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


৪৩ আরোহী নিয়ে লেক ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত


৭ নভেম্বর ২০২২ ০৩:৩৩

তানজানিয়ার প্রেসিশন এয়ারলাইনের একটি বাণিজ্যিক বিমান লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানায়।

দেশটির স্থানীয় সময় আজ রোববার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

সিএনএন বলছে, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। দেশটির পুলিশ এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানায়নি। রিপোর্টে প্রকাশিত বিভিন্ন ছবিতে লেকের মধ্যে বিমানের বেশিরভাগ অংশ ডুবে যেতে দেখা গেছে।

প্রেসিশন এয়ারলাইনের এক মুখপাত্র, বিমানটি বুকোবা বিমানবন্দরের কাছে আফ্রিকার সর্ববৃহৎ লেকে বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। বিমানটি এই বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন বলছে, বাজে আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেন, বিমানে ৪৩ জন আরোহীর মধ্যে ৩৯ জন যাত্রী, দুইজন পাইলট ও দুই জন কেবিন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।