ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
-2022-11-05-21-55-35.jpg)
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ( আইওআরএ) আয়োজনে এক বৈঠকে অংশ নেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের ঢাকায় আসার কথা রয়েছে।
আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ, আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জে্যষ্ঠ কর্ম কর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দিবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে।
বৈঠকের পরের দিন তিনি ঢাকা ছাড়বেন। তবে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।