ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সুস্থ হলেই আবার রাজপথে নামব: ইমরান খান


৫ নভেম্বর ২০২২ ২১:২১

সুস্থ হয়ে আবারও রাজপথ দখল করার হুশিয়ারি দিয়েছেন গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।

তিনি বলেছেন, ‘আমরাও মানুষ, আমাদেরকে পশু ভাববেন না।’খবর দ্য ডনের।

শুক্রবার রাতে হাসপাতাল থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুরো দেশটাই চুরি হয়ে গেছে, এবার সামনে দুটি পথ খোলা আছে- একটা শান্তির আর অন্যটা রক্তক্ষয়ী বিপ্লবের।

ইমরান খান বলেন, ‘এখানে কোনো তৃতীয় রাস্তা নেই। আমি দেখেছি জাতি জেগে উঠেছে। এই জাগ্রতরাই তাদের জিনিস (ক্ষমতা) ফেরত আনবে।’

সরকারের উদ্দেশে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এবার আপনারা সিদ্ধান্ত নেন শান্তির পথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যালট বক্সে পরিবর্তন আনবেন, নাকি সংঘাতে জড়াবেন?’

এই ভাষণে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে দেশ রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদি আপনি কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে এ জাতি আবারও ভাঙতে শুরু করবে।’