ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


হত্যার পরিকল্পনা আগে থেকেই জানতেন ইমরান খান


৫ নভেম্বর ২০২২ ১০:৪১

লং মার্চ চলাকালে হত্যাচেষ্টা করা হতে পারে এমন খবর একদিন আগেই পেয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার (৪ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইমরান খান বলেন, একদিন আগেই খবর পেয়েছিলাম আমাকে ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে কোথাও হত্যা করার চেষ্টা হতে পারে।

এদিকে ইমরান খানকে হত্যা চেষ্টার প্রতিবাদে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তার সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে অবরোধ করছে।