ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ইমরান খানকে হামলার ঘটনায় উত্তাল পাকিস্তান


৫ নভেম্বর ২০২২ ০১:৪১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরিক ই ইনসাফ পিটিআই।

রাতভর দেশটির নানা শহরে বিক্ষোভ-প্রতিবাদ করেন দলটির কর্মী-সমর্থকরা।

এরইমধ্যে, শঙ্কামুক্ত হয়েছেন ইমরান খান। তার অভিযোগ, এ হামলার নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা বিভাগের প্রধান। দেশের এই শীর্ষ ব্যক্তিত্বরা অবিলম্বে পদত্যাগ না করলে সহিংস আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দলীয় সমাবেশে ইমরান খানকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ডান পায়ে গুলি বিদ্ধ হন তিনি। এ ঘটনায় নিহত হন এক পিটিআই কর্মী।

এসময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করে দেশটির পুলিশ।